News Category : WHATNEW

News : College re-opening notice for students
Published On 1/11/2021

Download

 Notice

          সকল ছাত্রীদের জানানো যাচ্ছে যে, পশ্চিমবঙ্গ সরকারের আদেশ অনুযায়ী আগামী 16.11.2021 (মঙ্গলবার) সকাল ১০:৩০মিনিট থেকে ক্লাস শুরু হবে নির্দিষ্ট সূচি অনুসারে I পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Honours এর সকল ক্লাস off-line এবং General(পাস)এর  সকল ক্লাস (online) অনলাইন নেওয়া হবে I Off-line ক্লাস করতে যে সকল নির্দেশ পালন করতে হবে সে গুলো হলো :

1.      কলেজ গেট থেকে ভালোকরে নিজের তাপমাত্রা দেখে নিতে  হবে I তাপমাত্রা বেশি থাকলে / জ্বর জ্বর বোধ হলে কলেজে আসবেনা I

2.      কলেজে প্রবেশ করার পর  হাত ভাল করে সাবান এবং Sanitizer দিয়ে পরিষ্কার করে তবেই ক্লাসে যাবে I

3.      মাস্ক ছাড়া কাউকে কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না (“NO MASK NO CLASS”)

4.      সকলের ব্যাগ- Sanitizer এবং টিফিন/খাবার নিয়ে আসবে I একবার কলেজে প্রবেশ করলে  সব ক্লাস শেষ না হলে কলেজ গেটের বাইরে যেতে দেওয়া হবে না (ক্লাস সকাল ১০:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত হবে)  I

5.      যাদের ইতিমধ্যে ১৮ বছর বয়স পূর্ণ হয়ে গেছে তারা তাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেট অবশ্যই সঙ্গে আনবে (any dose) I

6.      কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক দিয়ে সর্বদা নাক মুখ ঢেকে রাখার মতো COVID নিরাপত্তা নিয়ম মেনে চলতে হবে ।

7.      ১ম সেমিস্টার অনার্সের শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের বুধবার এবং শনিবার কলেজে আসবে (ছুটির দিন ছাড়া)।

8.      ৩য় সেমিস্টার অনার্সের শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবার কলেজে আসবে (ছুটির দিন ছাড়া)।

9.      ৫ম সেমিস্টার অনার্সের শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার কলেজে আসবে (ছুটির দিন ছাড়া)।

PRINCIPALJPG (1)_page-0001.jpg****১ম, ৩য় ও ৫ম সেমিস্টারের General(পাস) ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে চলবে।***